তুষার কান্তি বিশ্বাস, গোপালগঞ্জ : ভোজ্য তেলের আমদানী নির্বরতা কমাতে গোপালগঞ্জে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষক মত বিনিময় সভা করেছে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)।

আজ শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার পাইকেরডাঙ্গা গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র আয়োজিত এ মত বিনিময় সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. মীর্জা মোফাজ্জল ইসলাম।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের ডিডি ড. অরবিন্দু কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিনা’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রেজা মোহাম্মদ ইমন, বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, কৃষক আলম সর্দার সহ আরো অনেকে।

বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের ইনচার্জ মোঃ রবিউল ইসলাম আকন্দ বলেন,আমরা ভোজ্য তেলের আমদানী কমাতে চাই। দেশকে তেল উৎপাদনে স্বয়ংসপূর্ণ করতে চাই। এ জন্য বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল তিল, সরিষা, বাদাম উৎপাদন বৃদ্ধির জন্য কৃষককে বীজ, সার, বালই নাশক সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি। এসব গ্রহন করে কৃষক তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেলার আমদানী নির্ভরতা কমাতে সহায়তা করবে। আমরা তেল উৎপাদনে স্বয়ংস্পূর্ণতা অর্জন করতে পারব।

(টিকেবি/এসপি/জুন ১৮, ২০২২)