মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে শনিবার (১৮ জুন) অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রাইসুল ইসলাম(২৮), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙ্গা চিতেশ্বরী গ্রামের মো. বাছেদ খানের ছেলে মো. উজ্জল খান (৩৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সন্যাসী ভিটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে মো. নয়ন হোসেন(২০)।

পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি দক্ষিণ) অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেনের নির্দেশে ডিবি দক্ষিণের একটি দল সখীপুর উপজেলার তক্তারচালা গ্রামে অভিযান চালায়।

অভিযানে ৪০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস সহ উল্লেখিত তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত গাঁজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

(এসএম/এসপি/জুন ১৮, ২০২২)