বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বাজেটের সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধিসহ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আট দফা দাবী বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ করেছে জেলার সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ ভাষা চত্বরে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে বিক্ষুদ্ধ সাংস্কৃতিক নেতাকর্মীদের ওই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের মমিনুল আলম বাবু।

এতে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়ি্য়ার সদস্য সচিব সঞ্জীব ভট্টাচার্য, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক বাচিক শিল্পী মো. মনিরুল ইসলাম, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, সোনালী সকাল এর সভাপতি মোস্তফা ফাহিম, তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ রায়, তিতাস রাঙা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আসিয়া খানম, সংস্কৃতিকর্মী নাওমী, নাট্যকর্মী রেজায়ে রাব্বিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া আবৃত্তি একাডেমির সভাপতি মনিরুজ্জামান শিপু।

সমাবেশে বক্তারা অবিলম্বে মূল বাজেটের সংস্কৃতি খাতে বরাদ্দের ওয়ান পয়েন্ট বাস্তবায়নের জোর দাবি জানান।সংস্কৃতিবান্ধব মুক্তিযুদ্ধের পক্ষের এ সরকার সাংস্কৃতিক কর্মীদের এ যৌক্তিক দাবী মেনে না নিলে, প্রয়োজনে তেষের সকল সাংস্কৃতিক কর্মীরা তাদের ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষে প্রয়োজনে কঠোর কর্মনূচি দিয়ে রাস্তায় নামবে বলেও বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন।

প্রাকৃতিক বৈরী আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টির মধ্যেও বিক্ষুব্ধ সাংস্কৃতিক কর্মীদের এই সমাবেশে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদেরকে স্বতস্ফুর্তভাবে অংশ নিতে দেখা যায়।

(জিডি/এসপি/জুন ১৮, ২০২২)