বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলালের বাড়ি থেকে বন্যাদুর্গতদের জন্য বরাদ্দকৃত ৪৮ প্যাকেট ফ্যামিলি কিডস (ত্রাণসামগ্রী) উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এলাঙ্গী বাজারের চেয়ারম্যানের বাড়ি থেকে এগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন। এ সময় চেয়ারম্যান বাড়িতে ছিলেন না।

ধুনট উপজেলা ইউএনও হাফিজুর রহমান জানান, আন্তর্জাতিক শিশু তহবিলের পক্ষ থেকে (ইউনিসেফ) ধুনট উপজেলায় বন্যাদুর্গত এলাকার এক হাজার পরিবারের জন্য ফ্যামিলি কিডস বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের জন্য ৬৩ প্যাকেট ফ্যামিলি কিডস বরাদ্দ দেওয়া হয়। প্রতিটি কিডসে দুটি শাড়ি, দুটি লুঙ্গি, একটি চাদর, দুটি তোয়ালে, দুটি পাতিল, চারটি সাবানসহ ১৮ প্রকারের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ছিল।

তিনি আরও জানান, বরাদ্দ দেওয়া ৬৩ প্যাকেট কিডসের মধ্যে ১৫ প্যাকেট বন্যাদুর্গতদের মাঝে বুধবার বিতরণ করে বাকি ৪৮ প্যাকেট চেয়ারম্যান তার নিজ বাড়িতে রেখে দেন। এ সংবাদ পেয়ে পুলিশ নিয়ে এলাঙ্গী চেয়ারম্যানের বাড়ি থেকে ৪৮ প্যাকেট ফ্যামিলী কিডস উদ্ধার করা হয়। উদ্ধার করা কিডসগুলো এলাঙ্গী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সিলগালা করে রাখা হয়েছে।

ইউএনও আরও বলেন, এলাঙ্গী ইউপি চেয়ারম্যান এম এ তারেক হেলালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/এইচআর/অক্টোবর ০২, ২০১৪)