সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বন্দর নগরী ভৈরব পৌর শহরের মেঘনা নদীর তীরে থাকা একটি রাইছ মিল ভাঙ্গন দেখা দিয়েছে। আজ ১৯ জুন রোববার সকাল ৮টার দিকে এ ভাঙ্গন দেখা দেয়। হঠাৎ করে নদী লাগোয়া রাইছ মিলে ভাঙ্গন দেখা দিলে শ্রমিকরা ঘরে থাকা মালামাল সরানোর সময় শরীফ ও মোস্তাক নামের দুই শ্রমিক নিখোঁজ হয়।

ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

এদিকে ভৈরব ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ হওয়া শ্রমিকদের উদ্ধারে তৎপরতা চালায়। তাছাড়া ঘটনাস্থলে ভৈরব থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। ভৈরব নদী ফায়ার সার্ভিস ইউনিট কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরীদলের সহায়তা চাইলে ২ সদস্য বিশিষ্ট ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

ভৈরব বাজার নদী ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মকবুল হোসেন জানান, রাইছ মিলটির দক্ষিণ-পূর্বকোণে ভাঙ্গন দেখা দিলে শ্রমিকরা তাদের ঘরের মালামাল সরানোর চেষ্টা করেন। এসময় একটি ঘর ভেঙে নদীগর্ভে তলিয়ে গেলে শরীফ ও মোস্তাক নিখোঁজ হন। তাদের উদ্ধারের জন্য দুটি ডুবুরি দল কাজ করছেন। তবে মেঘনা নদীতে প্রবল স্রোত থাকায় ডুবুরিদলের উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, ভাঙন কবলিত এলাকা পরিদর্শনসহ উদ্ধার কাজের খোঁজ-খবর নিচ্ছি। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দেয়ায় উজানের পানি মেঘনা নদী দিয়ে প্রবাহিত হওয়ার কারণে নদী এখন উত্তাল। নদীতে প্রবল স্রোত বইছে। সকালে ভাঙন দেখা দেয়ার পর মিল কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া দরকার ছিল। উপজেলা প্রশাসন বিষয়টি সরকারি পর্যায়ে জানিয়েছেন। নিখোঁজ শ্রমিকদের উদ্ধারের জন্য ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসন কাজ করছে।

(এস/এসপি/জুন ১৯, ২০২২)