কেন্দুয়া প্রতিনিধি : বন্যায় কেন্দুয়া উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পসহ ১৫টি  গ্রাম তলিয়ে গেছে। রোববার উপজেলার মোজাফরপুর, কান্দিউড়া ও নওপাড়া ইউনিয়নে ১শ ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ক্ষতিগ্রস্থদের হাতে চাল, ডাল, লবন, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোণা- ৩ আসনের এমপি অসীম কুমার উকিল, সাবেক এমপি, বাংলদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। 

অসীম কুমার উকিল এসময় বলেন, আপনাদের সবার খোঁজ খবর নিতেই প্রধানমন্ত্রী আমাদের পাঠিয়েছেন। ভয় পাবেন না, ক্ষতিগ্রস্থ সবার ঘরে ঘরে পানি না যাওয়া পর্যন্ত খাদ্য সহায়তা পৌছে দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা, ইউ.পি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা, মাহাবুব আলম বাবুল ও এডভোকেট সারোয়ার জাহান কাউসার।

(এসবি/এসপি/জুন ১৯, ২০২২)