রবিউল ইসলাম, গাইবান্ধা : ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদ সড়ক নিশ্চিত করুন এই শ্লোগানকে সামনে রেখে সড়ক-মহাসড়কের দুর্ঘটনা রোধ ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে গাইবান্ধা জেলা পুলিশ। ট্রাফিক আইন সম্পর্কে সর্বসাধারনের মাঝে ধারণার প্রদানের লক্ষ্যে পথচারিদের হাতে লিফলেট বিতরণ করা হয় এবং এ উপলক্ষে একটি বর্ণাঢ্য রালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আজ রবিবার সকালে জেলা পুলিশ এর ট্রাফিক বিভাগের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এই কর্মসুচীর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর নুরে আলম সিদিক, রুহুল আমীন, নুরুল ইসলাম, তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাসহ থানীয় গণমাধ্যমকর্মীগণ।

অনুষ্ঠানে সড়কে দুর্ঘটনা রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ও পুলিশকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

(আর/এসপি/জুন ১৯, ২০২২)