শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : জামালপুর জেলা বকশীগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পয়‌নিষ্কাশ‌নের ময়লা পা‌নি‌তে আবাদী জমির ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে। 

বকশীগঞ্জ পৌরশহরে নির্মাণাধীন ড্রেনের মুখ কাগমারীপাড়া ব্রীজের নিচে নামানোর জন্য ড্রেনের কাজ সিংহভাগ এগিয়ে নিয়েছে। কাগমারীপাড়া, মিয়াপাড়া, সর্দারপাড়া, পশ্চিমপাড়া গ্রামবাসীর শতাধিক একর আবাদী জমি ড্রেনের পয়‌নিষ্কাশ‌নের ময়লা পানিতে নষ্ট হবার আশঙ্কা করছে। এছাড়াও নির্মাণাধীন ড্রেনের মুখে ব্যক্তি মালিকাধীন বিশাল একটি পুকুর রয়েছে। নির্মাণাধীন ড্রেনের ময়লা আবর্জনায় পুকুরটি নষ্ট হবার আশঙ্কা শতভাগ। অনেক দরিদ্র কৃষক পরিবার সামান্য জমির আবাদের উপর নির্ভরশীলরা বেকার হয়ে পরবে। বিষয়টি নিয়ে এলাকাবাসী পরিবেশ ও বন মন্ত্রণালয় ঢাকা বরাবরে সহ বিভিন্ন দপ্তরে অপরিকল্পিত ড্রেনের ব্যাপারে অবহিত করেছে।

এ ব‌্যাপা‌রে বকশিগঞ্জ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর জানিয়েছেন, আপদত এই পর্যন্ত হ‌চ্ছে। পরবর্তী টেন্ডা‌রে টুপকারচর নদী‌তে ড্রেনের মুখ নেওয়া হ‌বে।

(এসপি/এসপি/জুন ২০, ২০২২)