গত ১৫ জুন ২০২২ ইং তারিখে দৈনিক নতুন চাঁদ পত্রিকার প্রথম পাতায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ ও উক্ত প্রতিষ্ঠানের বীমা প্রতিনিধি খোরশেদ আলম এর সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি সংবাদ প্রচারিত হয়।

প্রকৃত ঘটনা -নুর হোসেন ওরফে নুরুল ইসলাম বিগত ১২ নভেম্বর ২০০৯ ইং তারিখে "ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এ ১,০০,০০০/(এক লক্ষ) টাকার একটি জীবন বীমা পলিসি খোলে।উক্ত পলিসির মেয়াদ হয় ১২ বৎসর।উক্ত বীমার বাৎসরিক কিস্তি হয় ১০৯২৬/টাকা।নুর হোসেন উক্ত বীমার বিপরীতে ৫টি কিস্তি পরিশোধ করেন।১ম ৪ কিস্তি পরিশোধ করার পরে বিগত ১২ নভেম্বর ২০১৩ ইং তারিখে " সারভাইভাল বেনিফিট (এস,বি)"প্রদান প্রসঙ্গে চিঠি ইস্যু করা হয়।

উক্ত চিঠির শর্ত অনুযায়ী নুর হোসেন ওরফে নুরুল ইসলাম নিজ হাতে পূরণকৃত ফরমের দ্বারা তাহার নামীয় সারভাইভাল বেনিফিট এর প্রাপ্ত ২৫,০০০/ (পঁচিশ হাজার) টাকা তাহার স্ত্রী মরিয়ম বেগমের নামে ০৮বছর মেয়াদী এফ,ডি,আর করেন। যাহা ২০২১ ইং সালে মেয়াদ পুর্তি অঙ্কে ৩৯,২৭১/টাকা হিসাবে জমা আছে।ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর শর্তানুযায়ী ৫ কিস্তির টাকা জমা দেওয়ার পর কোম্পানী হইতে গ্রাহক নুর হোসেন ওরফে নুরুল ইসলাম বীমার দলিল বুঝিয়া নিলেও পরবর্তী বীমার কিস্তিগুলি সঠিক ভাবে পরিশোধ না করায় বীমাটি বাতিল হইয়া যায়। তদ্রুপ নুর হোসেন ওরফে নুরুল ইসলাম এর স্ত্রী মরিয়ম বেগমের নামীয় একটি বীমার ৫ কিস্তি পরিশোধ করিয়া ৪ কিস্তি পর সারভাইভাল বেনিফিট ১৫,০০০/-টাকা উত্তরা ব্যাংক, চন্দ্রগঞ্জ শাখার ১৪০৩৯ নং একাউন্টের মাধ্যমে তুলিয়া নেয়, কিন্তু পরবর্তীতে কোন কিস্তি পরিশোধ করে নাই।

কিন্তু উক্ত বিষয়ে নুর হোসেন ওরফে নুরুল ইসলাম এবং তাহার স্ত্রী মরিয়ম বেগম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এর নিকট কোন প্রকার অভিযোগ দায়ের না করিয়া অথবা উক্ত কোম্পানীর এর নিকট কোন তথ্য জানিতে না চাহিয়া সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে আমি খোরশেদ আলমের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

উক্ত অভিযোগের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানায় তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় উক্ত মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করিয়া আমি খোরশেদ আলম, বীমা প্রতিনিধি ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিঃ এর সুনাম ক্ষুন্ন করিয়াছে। আমি খোরশেদ আলম ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর বীমা প্রতিনিধি হিসাবে বিগত ১৫ জুন ২০২২ ইং তারিখে প্রকাশিত দৈনিক নতুন চাঁদ পত্রিকায় মিথ্যা বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

(এস/এসপি/জুন ২০, ২০২২)