মো. শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার নবাগত ওসি মো. আনিচুর রহমান মোল্লা সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) দুপুরে সদর মডেল থানা প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ফুটপাত, কিশোরগ্যাং প্রসঙ্গে তিনি বলেন, কিশোরগ্যাংয়ে বিরুদ্ধে অভিযান করেছি এবং এই অভিযান অবহ্যাত আছে। ফুটপাতে মানুষ যাতে করে স্বাচ্ছন্দে চলাচল করতে পারে। সে কাজ গুলো আপনাদের সাথে সম্বনয় করে পর্যক্রমে কাজ গুলো করে যাবো।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. আনিচুর রহমান মোল্লা আরো বলেন , নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ, মামলা, পুলিশ ক্লিয়াররেন্সসহ সকল বিষয় আমার থানায় যারা সেবা নিতে আসবে তাদের একটি টাকাও দিতে হবে না। বিনা পয়সায় আমাদের সকল পরিশ্রমের মাধ্যমে আমরা মানুষের উপকার করতে চাই মানুষের সেবা করতে চাই। পুলিশের কাছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দেওয়া যেমন আমার অর্পিত দায়িত্ব।

এছাড়া সমস্যা থাকে পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা সে গুলো পুলিশের হস্তক্ষেপ আশা করে। তা আমার দায়িত্ব থেকে মানবিক পুলিশ অফিসার হিসাবে সমাজের উপকার স্বার্থে কাজ করতে হয়। মানুষ আমার কাছে যে সকল আশা করে তা পূরণ করা জন্য সার্বক্ষণিক চেষ্টা করি।

এসময় মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজ জেলা প্রতিনিধি আব্দুল সালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ সবুজ, এনটিভি জেলা প্রতিনিধি নাফিস আশরাফ, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, সিনিয় সাংবাদিক অহিদুল খান,নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন , সাংগঠনিক সম্পাদক নূরু জ্জামান কাউসার সিয়াম প্রমুখ।

(এমএস/এএস/জুন ২০, ২০২২)