ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : নদী বিধৌত গাইবান্ধা রয়েছে অসংখ্য চর। এসব চরাঞ্চলের বাসিন্দাদের একমাত্র বাহন নৌকা। অনেক সময় জরুরিভাবে নদীর ওপার-এপারে যেতে সহজে মেলে না এই নৌকা। এখানকার গর্ভবতী মা ও নবজাতকদের জন্য ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হলো ‘মমতার তরী’ নামে একটি নৌকা।

সোমবার (২০ জুন) জেলার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ব্রহ্মপুত্রের বালাশিঘাট এলাকায় এই মমতার তরীটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

কোরিয়া ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে এবং এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো, অলিউর রহমান, এসসিআই অনোভ্যান মানেন, কোআইকা বিধিউন সুহ কাং, জিপিডি-এসসিকে মিনজি কাং, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. এএম আখতারুজ্জামান, সাইফুল ইসলাম, ইউএনও মো. আলাউদ্দিন প্রমুখ।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ।

এর আগে, এসকেএস ফাউন্ডেশনের উপ-প্রধান নির্বাহী ইমরুল কায়েস প্রকল্পের সার্বিক কার্যক্রম ব্রিফিং করে বলেন, প্রকল্পটি ফুলছড়িসহ চার উপজেলার অধীনে ১২ ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে। যেখানে এসকেএস ফাউন্ডেশন প্রকল্পের অংশীদার হিসেবে কাজ করছি।

তিনি আরও বলেন, গর্ভবতী মায়ের জন্য জরুরি অবস্থায় নৌকায় ডেলিভারি সেবা নেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

(এসআইআর/এএস/জুন ২১, ২০২২)