কেন্দুয়া প্রতিনিধি : কেন্দুয়া উপজেলার সান্দিকোণা ইউনিয়নের সান্দিকোণা বাজারে এক ভয়াভহ অগ্নিকান্ড সংগঠিত হয়। সোমবার দুপুরে এ অগ্নিকান্ডের ফলে চারটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বিদু্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে প্রথমে ঐ বাজারের রতন মিয়ার ফার্মেসীতে আগুন লাগে। পরে সেখান থেকে বাজারের ব্যবসায়ী আক্কাস মিয়া, এনামুল ও সাইফুলের দোকানে আগুন ছড়িয়ে পরে। স্থানীয় জনাতা আগুন নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন নিভাতে না পারলে পুরো বাজারটি পুড়ে যেত। চার দোকানে বারো লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণ করা হচ্ছে।

(এসবি/এসপি/জুন ২১, ২০২২)