নিহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : গৌরীপুরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক ব্যবসায়ী। তাঁর নাম হারুন অর রশিদ (৪০)। রোববার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে কটিয়াপুরী ব্রিজে এ ঘটনা ঘটে। হারুন গৌরীপুর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

হারুন অর রশিদ জানান, রোববার (১৯ জুন) রাতে শিবপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন কটিয়াপুরী ব্রিজের কাছে পৌঁছাতেই দুটি সিএনজি চালিত অটোরিকশা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী অটোরিকশা থেকে নেমে তার ওপর হামলা করে। তিনি আত্মরক্ষার্থে দৌড় দিলে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। সেই গুলি তাঁর ডান পায়ে হাঁটুর নিচে লাগে। এ সময় হারুনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাঁকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, ‘মারধরের বিষয়টি শুনেছি, তবে গুলির ঘটনা ঘটেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে সনাক্ত কিংবা আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

(এনকে/এসপি/জুন ২১, ২০২২)