নিহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে একটি বাংলাদেশ রেলওয়ের আওতাধীন সরকারি পুকুর ভরাট করে দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় প্রভাবশালীর বিরুদ্ধে। তবে তাদের নাম বলতে কেউ রাজি হয়নি। শহীদ সুধীর বড়ুয়া স্মৃতিসৌধের পাশের এই পুকুরটি শতবর্ষী বলে জানান তাঁরা।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন আল বারি বলেন, পুকুর, জলাশয়, নদী-নালা, খাল-বিল ইত্যাদি ভরাট করা বেআইনি। পরিবেশ আইন অনুযায়ী প্রাকৃতিক জলাধার হিসেবে চিহ্নিত জায়গার শ্রেণি পরিবর্তন বা অন্য কোনোভাবে ব্যবহার, ভাড়া, ইজারা বা হস্তান্তর বেআইনি। সেই বেআইনি কাজটিই এখন সবচেয়ে বেশি করছেন সরকারদলীয় কতিপয় প্রভাবশালীরা।

জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে প্রথম শহীদ হন সুধীর বড়ুয়া। গৌরীপুর শ্যামগঞ্জ সড়কের পাশে মইলাকান্দা রেলক্রসিং সংলগ্ন স্থানে তাঁর স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এর পাশেই ছিল স্বচ্ছ জলের একটি পুকুর। স্মৃতিসৌধ সাথেই এই পুকুরের পানি ব্যবহৃত হতো নানা কাজে। বিশেষ করে শ্যামগঞ্জ বাজারটি খুব ঘনবসতিপূর্ণ।

আগুন লাগলে আশপাশে পানির উৎস কম, এই পুকুরের পানি দিয়ে নেভানো হতো আগুন। এখন সেই সুযোগটা বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা অর্ণব সরকার বলেন, পুকুরটি অত্যন্ত পরিকল্পিতভাবে ভরাট করা হচ্ছে। এর প্রতিবাদে বিভিন্ন সময় বিক্ষোভ, মানববন্ধন, সমাবেশ অনুষ্ঠিত হলেও কোনো লাভ হয়নি।

গৌরীপুরের উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, এই পুকুরটি যেহেতু রেলওয়ের সেহতু আমি কিছু করতে পারবো না তবে যথাযথ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হবে।

এ বিষয়ে জানতে বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ অঞ্চলের সহকারী প্রকৌশলী নারায়ণ প্রসাদ সরকারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

(এনকে/এসপি/জুন ২১, ২০২২)