শাহনাজ পারভীন, বকশীগঞ্জ : বকশীগঞ্জে দশানী নদীর ভাঙনে পাল্টে যাচ্ছে নিলক্ষিয়া ইউনিয়নের মানচিত্র। বিলীন হচ্ছে যাচ্ছে কুশলনগর দক্ষিণপাড়া ও সাজিমারা গ্রাম। তীব্র ভাঙনের ফলে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সবচেয়ে বেশি ঝুকিঁতে রয়েছে বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর দক্ষিণপাড়া ও সাজিমারা গ্রাম। গত দুদিনে সাজিমারা গ্রামের তিনটি ও কুশল নগর দক্ষিণপাড়া এলাকার ৬টি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

নদী ভাঙন রোধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার বলেন, ‘আমার ইউনিয়নে ভাঙন নতুন নয়। প্রতি বছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়। এবারও পানি বাড়ার সাথে সাথে ভাঙন শুরু হয়েছে।’

(এসপি/এসপি/জুন ২১, ২০২২)