দিনাজপুর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মহাঅষ্টমী বৃহস্পতিবার। মহাঅষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। বিপুল ভক্ত ও পূন্যার্থীর সম্মিলনে এই কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের রামকৃষ্ণ আশ্রমে।

সকাল ১০টায় পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও গার্গী চক্রবর্তী নামে এক শিশুকন্যাকে দেবী সাজিয়ে সকাল সাড়ে ১০টায় তোলা হয় পূজার বেদীতে। এরপর শুরু হয় পূজা অর্চনা। পূজা অর্চনায় নেতৃত্ব দেন দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী অমেয়াত্মানন্দ। এসময় উপস্থিত নারী ভক্তদের উলুধ্বনীতে মুখরিত হয়ে উঠে রামকৃষ্ণ আশ্রম প্রাঙ্গন।
দিনাজপুর জেলার মধ্যে একমাত্র রামকৃষ্ণ আশ্রমে এই কুমারী পুজা অনুষ্ঠিত হওয়ায় বিপুল সংখ্যক ভক্ত ও পুন্যার্থী এখানে উপস্থিত হয়।

আয়োজকরা জানান, আমরা জগতমাতার আরাধনা করি। তিনি সকল নারীর মধ্যে মাতৃরূপে আছেন। এ উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার জন্য কুমারী পূজা। দুর্গা মাতৃরূপের প্রতীক আর কুমারী নারীর প্রতীক। কুমারীর মধ্যে মাতৃভাব প্রতিষ্ঠার জন্যই কুমারী পূজার লক্ষ্য।

(এটি/জেএ/অক্টোবর ০২, ২০১৪)