ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় পৌর আওয়ামীলীগের দু’গ্রুপের দ্বন্দ্বে থানা যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হল মার্কেট এলাকায় এঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পৌর এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আশরাফুল আজম ও পৌর আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিকদার ইকুর কর্মী সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইকুর সমর্থক থানা যুবলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান ভুট্ট (৪০) ও তার স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে ফেলে রেখে যায় মেয়র আজম সমর্থকেরা।

পৌর আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিকদার ইকু জানান,সন্ধ্যার দিকে ভুট্ট তার স্ত্রী লিজাকে নিয়ে চৌরাস্তা মোড়ে আম কিনছিল। এসময় মেয়র আজমের পুত্র রাজিবের নেতৃত্বে বাদশা, নুর ইসলাম,জাহাঙ্গীর ও সাহেব আলীসহ ১০/১২জন সংঘবদ্ধ হয়ে চাপাতি দিয়ে কুপাতে থাকে। সেসময় তার স্ত্রী স্বামীকে ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে ও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে আহত করে ফেলে রেখে চলে যায়। ওই সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর বিক্ষুদ্ধ জনতা ক্ষিপ্ত হয়ে পৌর ভবনে ভাংচুর চালায়।

এব্যাপারে পৌর আওয়ামীলীগের সভাপতি মেয়র আশরাফুল আজমের ব্যক্তিগত মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তার পুত্র রাজিবকে ফোন করা হলে তিনি বলেন আমি ব্যস্ত আছি। এবিষয়ে পরে কথা বলবো।

এ তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান,পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(একে/এএস/জুন ২১, ২০২২)