মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপ ও প্রশাসনের সহযোগিতায় বুধবার রাতে বাল্য বিয়ে বন্ধ হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালত কনের বাবার কাছ থেকে জরিমানা ও ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়েছে।

মহিলা বিষয়ক অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের ব্রাক্ষ্মদী গ্রামের মিরাজ ধুনকীর মেয়ে তালতলা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তারের বিয়ে ঠিক হয়। বুধবার রাতে বিয়ের রেজিস্ট্রেশনসহ কাবিন হওয়ার খবর পেয়ে মাদারীপুরের ভারপ্রাপ্ত মহিলা বিয়ষক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা মডেল থানার এসআই ইশতিয়াকের সহযোগিতায় পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে যায়। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে বরের লোকজন পালিয়ে যায়।

এই ঘটনায় ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুউদ্দিন গিয়াস কনের বাবা মিরাজ ধুনকীর কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা ও ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না লিখে অঙ্গিকারনামায় স্বাক্ষর নিয়েছেন।

(এএস/জেএ/অক্টোবর ০২, ২০১৪)