লতিফ নুতন, সিলেট : সিলেটে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির উন্নতির পথে। যেসব এলাকার পানি নেমেছে, শুধু সেখানেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। আরইবি বলছে,বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই সরবরাহ শুরু হয়েছে।

সিলেট ও সুনামগঞ্জের প্রায় সাড়ে ৪ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন। নতুন করে প্লাবিত এলাকার কিছু জায়গায়ও বিদ্যুৎ নেই। তবে পরিমাণ কম বলে জানিয়েছে আরইবি।

স্থানীয়রা বলছেন,পরিস্থিতি এতটাই নাজুক ছিল যে চাইলেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব ছিল না। অনেক এলাকার বিদু্যূৎ এর তার ও পোল ভেসে গেছে।

পানিবন্দি এসব স্থানে বিদ্যুৎ না থাকায় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম মোবাইলেও চার্জ দেওয়া সম্ভব হয়নি। এতে বাইরে থাকা মানুষরা আপনজনের খোঁজও নিতে পারেননি। তবে আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আশা করা হচ্ছে।

সিলেটে বিদ্যুৎ বিতরণকারী আরইবি ও পিডিবি বলছে, পানি নেমে গেলে লাইন মেরামতের কাজ শুরু হবে। সম্ভাব্য ক্ষতির হিসাবও করা হবে। বিদ্যুৎ বিভাগের তরফ থেকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বন্যা পরিস্থিতির মধ্যে সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া এবং ক্ষতিগ্রহস্থ লাইন মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে পরিমাণ কমে আসবে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

(এলএন/এসপি/জুন ২২, ২০২২)