নূরুল আমিন খোকন, ফেনী : গত কয়েক দিনের টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর ফুলগাজী উপজেলায় ৩/৪ টি স্থানে মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফুলগাজী ও পরশুরাম উপজেলাকে বন্যার কবল থেকে রক্ষা করতে উপকূলীয় সোনাগাজী উপজেলার বড় ফেনী নদীর ওপর নির্মিত মুহুরী রেগুলেটরের সবকটি গেট (৪০টি জলকপাট) খুলে দিয়েছে ফেনীর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (২০ জুন) সন্ধ্যায় রেগুলেটরের গেটগুলো খুলে দেয় পাউবো, সোমবার সকালে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বেড়িবাঁধের একাধিক স্থানে ভেঙে গেলে ফুলগাজীর কয়েকটি গ্রামে পানি প্রবেশ করে প্লাবিত হওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

ফেনী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী নুরনবী বলেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলা যেন বন্যার কবলে না পড়ে তাই রেগুলেটরের জলকপাটগুলোর সব গেট খুলে দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এক দিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত পানি সরে যেতে সোনাগাজী মুহুরী রেগুলেটরের সব গেট খুলে দেওয়া হয়। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার হলেও বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে। তবে নদীর পানিপ্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে উজানের দুই উপজেলায় বন্যার আশঙ্কা রয়েছে।

(এনকে/এসপি/জুন ২২, ২০২২)