শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সাধারণ শিক্ষার্থীদের ডাকা দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার ধর্মঘট চলছে। লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক নাছির উদ্দিনের স্থায়ী বহিষ্কারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়। ধর্মঘটের কারণে রবিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জানা গেছে, সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধাট ফটকে অবস্থান নেন। তাদের বাধায় বিশ্ববিদ্যালয়ের বাস, রিকশা ও অটোরিকশা চলাচল সকাল থেকেই বন্ধ রয়েছে।

তবে এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউই দেখা করেননি। শিক্ষার্থীরা এখনও প্রধান ফটকে অবস্থান করছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘অধ্যাপক নাছির উদ্দিনকে স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আমরা আরও কঠোর হব।’

প্রসঙ্গত, একই দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে শনিবার আবারও রবিবার থেকে ৪৮ ঘণ্টার ছাত্র ধর্মঘটের ডাক দেন তারা।


(এইচআর/এপ্রিল ২৭, ২০১৪)