স্পোর্টস ডেস্ক : অনুশীলনের অংশ হিসেবে বিকেএসপি হকি দল মাঝেমধ্যেই দেশের বাইরে গিয়ে টুর্নামেন্ট খেলে। তাতে ম্যাচ কম পাওয়া যায়। যে কারণে টুর্নামেন্ট নয়, এবার ছয় ম্যাচের সিরিজে অংশ নেবে বিকেএসপি।

প্রতিষ্ঠানটির হকির উপদেষ্টা কোচ ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির উদ্যোগে তার দেশের পেনাং শহরে স্থানীয় তিনটি দলের বিপক্ষে ছয় ম্যাচ খেলবে বিকেএসপি।

কোচ জাহিদ হোসেন রাজু ও তার সহকারী শেখ মোহাম্মদ নান্নু দল নিয়ে মঙ্গলবার মালয়েশিয়া গেছেন। সেখানে আগে থেকেই আছেন গোবিনাথন।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ খেলতে নামবে বিকেএসপি। প্রতিপক্ষ পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৮ দল।

অন্য পাঁচ ম্যাচগুলো হবে ২৫ জুন সুকমা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে, ২৬ জুন পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ, ২৮ জুন সুমকা অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ, ২৯ জুন পেনাং ডেভেলপমেন্ট অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে তৃতীয় ম্যাচ এবং ৩০ জুন কুয়ালালামপুর ন্যাশনাল স্পোর্টস স্কুলের বিপক্ষে।

(ওএস/এসপি/জুন ২৩, ২০২২)