অঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার এতিহ্যবাহী দুর্গা সাগর দিঘি থেকে ৩০ কেজি ওজনের একটি কাতল মাছ বড়শি দিয়ে শিকার করেছেন সৌখিন মৎস্য শিকারী রাজু খলিফা।

বৃহস্পতিবার সকালে নগরীর ভাটিখানা এলাকার বাসিন্দা মৎস্য শিকারী রাজু জানান, পাঁচ হাজার টাকার টিকিট মূল্যে বুধবার সকাল থেকে তিনি দিঘিতে চারটি ছিপের বড়শি দিয়ে মাছ শিকার শুরু করেন। সন্ধায় বিশাল সাইজের কাতল মাছটি তার বড়শিতে ধরা পরে। পৌনে এক ঘন্টার চেষ্টায় তিনি মাছটি ডাঙ্গায় তুলতে সমর্থ হয়েছেন। পরবর্তীতে ওজন করে দেখতে পান কাতল মাছটির ওজন ৩০ কেজি। এছাড়াও সকাল থেকে রাত নয়টা পর্যন্ত তিনি ১৬ কেজি ওজনের একটি পাঙ্গাস, আট কেজি ওজনের একটি বিগ্রেড ও একই ওজনের আরো একটি কাতল মাছ শিকার করেছেন।

রাজু বলেন, জেলা প্রশাসনের মালিকনাধীন এ দিঘিতে টিকিটের বিনিময়ে যে কেউ মৎস্য শিকার করতে পারেন। দিঘি এলাকায় অফিস থেকে পাঁচ হাজার টাকার মুল্যে টিকিট সংগ্রহ করে মাছ শিকার করা যায় বলেও তিনি উল্লেখ করেন।

রাজু আরও বলেন, ৩০ কেজি ওজনের কাতল মাছটি ক্রয়ের জন্য অনেকেই এসেছিলেন। কিন্তু আমরা মাছ বিক্রি করিনা বলে জানিয়েছি।

(টিবি/এসপি/জুন ২৩, ২০২২)