কন্দেুয়া প্রতনিধি : ভারতের মেঘালয় থেকে আসা বানের পানি ও অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যার ভয়াবহতা। বন্যায় কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২ হাজার ২শ ৩৫টি পুকুর ও ফিশারির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

বানের পানিতে ভেসে গেছে ২শ ৪৫ মেট্রিকটন মাছ এবং ২৫ লাখ মাছের পোনা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম জানান কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নে ২ হাজার ২শ ৩৫টি পুকুর ও খামারের ক্ষয়ক্ষতি হয়েছে। ১৮৫.১৩ হেক্টর জমিতে স্থাপন করা ফিসারিতে ১ হাজার ১শ ৬০ জন মৎস্য চাষি ক্ষতিগ্রস্থ হয়েছেন। মাছের মূল্য ধরা হলে ১শ ১৫ লক্ষ টাকার মাছ ও ১৪.৭৭ লক্ষ টাকার পোনার ক্ষয় ক্ষতি হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক বন্যার কারণে এসব ক্ষয়ক্ষতি পোষিয়ে উঠতে কৃষকদেরকে অনেক বেগ পেতে হবে।

(এসবি/এসপি/জুন ২৩, ২০২২)