জে.জাহেদ, চট্টগ্রাম : সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ ও  মতবিনিময় করেছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী৷ 

আজবৃহস্পতিবার, ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সাথে ঘন্টাব্যাপী আলোচনা করে সিলেট-সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন তিনি।

বিস্তারিত আলোচনার পর সেখানকার অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি দেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। এরই প্রেক্ষিতে তারা আগামী ২৯ জুন, বুধবার, প্রায় ৩০ হাজার কেজি খাদ্যসামগ্রী নিয়ে সুনামগঞ্জের ক্ষতিগ্রস্ত তাহিরপুর উপজেলায় যাবেন। রাষ্ট্রদূতের সাথে আলাপকালে উপস্থিত ছিলেন ফিলিস্তিন দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি নূর আলেদী।

(জেজে/এসপি/জুন ২৩, ২০২২)