হবিগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজার মহাষ্টমীতে বৃহস্পতিবার সকাল ১০টা ১ মিনিটে হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। এ বছর কুমারী হিসেবে পূজিতা হন ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিনগর উপজেলার ফান্দাউক গ্রামের নিতেশ আচার্যের‌্য ৮ বছর বয়সী মেয়ে অনামিকা আচার্য্য। সে স্থানীয় ফান্দাউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।

পূজার পূর্বে সকালে তাকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিঁদুরের তিলক এবং পায়ে আলতা। চারদিক মুখরিত হয় শঙ্খ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে। কুমারী পূজা দেখতে ভোর থেকে হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলার পূণ্যার্থীরা রামকৃষ্ণ মিশনে ভীড় জমান। বেলা বাড়ার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে উঠে পুরো রামকৃষ্ণ মিশন ও এর আশপাশ। দর্শনার্থীদের অনেকে আশেপাশের বিল্ডিংগুলোর ছাদ থেকেও কুমারী মাতার দর্শন লাভের চেষ্টা করেন।

কুমারী পূজার নিরাপত্তা বিধানে পুলিশ প্রশাসন ২০ নারী পুলিশসহ শতাধিক পুলিশ সদস্য রামকৃষ্ণ মিশন রোড এলাকায় মোতায়েন করে।

(পিডিএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)