নবী নেওয়াজ, পাবনা : পাবনা সুজানগর উপজেলার প্রত্যন্ত অঞ্চল মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামে অবস্থিত শাহাদত-আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্ট এর মেডিকেল সেন্টার, অ্যাম্বুলেন্স ও গ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ট্রাস্টের চেয়ারম্যান শাহাদত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শিমুল আকতার, সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী, ডাঃ রুমী, সাংবাদিক আব্দুল মতিন খান, (ওসি) আব্দুল হাননান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সেলিম মোরশেদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিনহাজুল ইসলাম ও মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম সহ অনেকে।

উল্লেখ্য, ২০২০ সালে উপজেলার প্রত্যন্ত অঞ্চল উলাট গ্রামে গড়ে তোলেন শাহাদত-আফরোজা ওয়েলফেয়ার ট্রাস্ট। এ ট্রাস্টের মাধ্যমে এতিমখানার ৩ শতাধিক এতিম শিশুর পড়াশুনা করানো , উপজেলার অসহায় ও দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজে পরিচালিত হবে বলে জানান ট্রাস্টের চেয়ারম্যান শাহাদত হোসেন।

(এন/এসপি/জুন ২৩, ২০২২)