বরগুনা প্রতিনিধি : বিয়ের নাটক সাজিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস ও ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার বরগুনায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা হয়েছে। নির্যাতিতার পক্ষে মামলাটি দায়েরে সহযোগিতা করেছে, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতি। পিএইচআর প্রোগ্রামের অধীনে ইউএসএআইডি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় এনএসএস পারিবারিক সহিংসতা প্রতিরোধে কাজ করছে। তাদের খরচেই মামলাটি করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির আইন সহায়তকারী ইফতেখার আজাদ মান্না জানান, নির্যাতিতা তরুনীকে আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রে কর্মরত ইয়ামিন শরীফ গত ১৩ সেপ্টেম্বর বিয়ের নাটক সাজিয়ে খেজুরতলার বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে। বিয়ের সমস্ত ঘটনা ছিলো সাজানো। এখন সে তরুণীকে বিয়ে করার কথা অস্বীকার করছে।

(এমএইচ/এএস/অক্টোবর ০২, ২০১৪)