বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের বিশিষ্ট সংবাদপত্র সেবী হাবিবুর রহমান (৮৯) এর আজ ২৪ জুন শুক্রবার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।

স্বাধীনতাত্তোর বোয়ালমারী শহরে সংবাদপত্রের পাঠক তৈরিতে হাবিবুর রহমান মোল্লার রয়েছে বিরাট ভূমিকা। তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলার বাণী,দৈনিক প্রথম আলো সহ বেশ কিছু দৈনিক এবং সাপ্তাহিক পত্রিকার এজেন্ট ছিলেন। পঞ্চাশ বছর পূর্বে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকায় দৈনিক পত্রিকা পাঠকের হাতে পৌঁছাতো ২/৩ দিন পর। পাঠকও ছিলো সীমিত। সে সময়ে হাবিবুর রহমান চায়ের স্টল এবং বইয়ের দোকানে বিনা পয়সায় পত্রিকা রেখে পাঠক তৈরি করেছেন।

হাবিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তাঁর গুনবহা ( কামারগ্রাম) গ্রামের বাড়িতে রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উল্লেখ্য, মরহুমের দ্বিতীয় পুত্র এম,এম, মনিরুজ্জামান বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য। পিতার জন্যে তিনি শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া প্রার্থনা করেছেন

(কেএফ/এসপি/জুন ২৪, ২০২২)