হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র হজ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামায়াত নিয়ে কটুক্তি করার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হবিগেঞ্জ মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলি গ্রামের নূরুল আমিন ভূইয়া। এর প্রেক্ষিতে শুনানী শেষে বিচারক তার বিরুদ্ধে সমন জারি করেন।

১৯ নভেম্বর মন্ত্রীকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। বাদি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ফারুক আহমেদ। মামলার বিবরণে বাদি উল্লেখ করেন, মন্ত্রী পবিত্র হজ, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।

(পিডিএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)