স্টাফ রিপোর্টার : স্বপ্নের পদ্মা সেতুতে পার হলো পরিবহনের ১০টি বাস। পরিবহনের মধ্যে গ্রিন লাইন প্রথম সেতু পার হয়েছে।

শনিবার (২৫ জুন) এসব বাসযোগে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মাওয়া হয়ে জাজিরা পয়েন্টে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে পৌঁছান।

প্রাকৃতিক প্রতিকূলতা, রাজনৈতিক বাদানুবাদ, মিথ্যা অভিযোগ, গুজবসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হলো আজ (শনিবার)। উদ্বোধন উপলক্ষে শুধু পদ্মাপাড় নয়, সারাদেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে রাজধানীসহ সারাদেশে শোভা পাচ্ছে ‘প্রধানমন্ত্রীকে অভিনন্দন’ জানিয়ে নানা রঙের ব্যানার, ফেস্টুন-বিলবোর্ড।

প্রথম সেতু পারাপারের বিষয়ে গ্রিন লাইন পরিবহনের ব্যবস্থাপক রাকিবুল হক জয় বলেন, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের ১০টি বাস গেছে। এই বাসগুলো প্রথম পদ্মা সেতু পার হয়েছে। এসব বাসে বিভিন্ন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গেছেন। বাসগুলো ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে চলাচল করে।

এই ১০টি বাস ভাড়া দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি গ্রিন লাইনের ব্যবস্থাপক।

(ওএস/এএস/জুন ২৫, ২০২২)