মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থানে আজ শনিবার (২৫ জুন) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে একযোগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালী ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সকালে পৌর শহরের শহীদ স্মৃতি উদ্যানের মুক্তমঞ্চে জেলা প্রশাসন জাতীয় ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক ডক্টর আতাউল গণি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং সকল পেশার লোকজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী কর্মসূচীর মধ্য ছিল বিশেষ মোনাজাত, প্রার্থনা,অসহায় মানুষের মাঝে উন্নত খাদ্য পরিবেশন সহ নানা আয়োজন। এছাড়াও
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে।

এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে টাঙ্গাইল জেলার সকল উপজেলায় দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(এসআইএম/এএস/জুন ২৫, ২০২২)