ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দিনব্যাপি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে শরিক হলো নীলফামারীর মানুষ। সরকারী বেসরকারী নানা আয়োজনে উৎসবের আমেজ সর্বত্রই দৃশ্যমান হয়েছে।  সরকারী প্রতিষ্ঠানের সাথে সাথে বেসরকারী ও ব্যাক্তি উদ্দোগেও পদ্মা সেতুর উন্মোচনে প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে নীলফামারীর মানুষ। 

দিনটিকে স্মরণীয় করে রাখতে নীলফামারী জেলা আওয়ামী বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ করেছে। বিকেল সাড়ে চারটায় জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমবেত হয়, এখানে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ডাঃ মজিবুর হাসান চৌধুরী শাহিন, আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, যুব মহিলা লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে সদর উপজেলা আওয়ামী পদ্মা সেতুর সমপরিমাণ দৈর্ঘের ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতার আয়োজন সবার নজর কেড়েছে। জেলা আওয়ামী লীগের বর্ণাঢ্য র্যালি শেষে নেতৃবৃন্দের সমাপনি বক্তৃতা শেষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসন দিন ব্যাপি নানা আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন করেছে।

জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন, গান৷ নৃত্য, আবৃত্তি, দলীয় সংগীতসহ নানা আয়োজন ছিল সারাদিন। সন্ধ্যায় বড় মাঠে আতশবাজির আয়োজন করে জেলা প্রশাসন।

(ওকে/এসপি/জুন ২৫, ২০২২)