স্টাফ রিপোর্টার : তিনটি দেশে ১৮ দিনের সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) অধিবেশনসহ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি এ সফরে যাচ্ছেন।

স্পিকারের একান্ত সচিব মো. কামাল বিল্লাহ জানান, শুক্রবার ভোরে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে ক্যামেরুনের উদ্দেশে যাত্রা করবেন শিরীন শারমিন।

২১ অক্টোবর স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)