নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আগের তুলনায় ২২ শতাংশ বেড়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে চলতি মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে ২৮ শতাংশেরও বেশি।

এ মাসে ১৩২ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে বলে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানিয়েছেন।

এতে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারো ২২ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে বলে জানান তিনি।

এর আগে রোজার মাস সামনে রেখে গত জুলাইয়ে ১৪৯ কোটি ১৪ লাখ ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল এক মাসের হিসাবে এ যাবতকালের সর্বোচ্চ রেমিটেন্স।

অগাস্ট মাসে রেমিটেন্স এসেছিল ১১৭ কোটি ৪৪ লাখ ডলার।

২০০৯ সালের ১০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ১০ বিলিয়ন ডলার। ২০১৩ সালের এপ্রিল মাসে তা ১৫ বিলিয়ন ডলারে পৌঁছে। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার ছাড়ায়।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)