স্টাফ রিপোর্টার : ভাষাসৈনিক আবদুল মতিনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তিনি এখন স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। ভাষাসৈনিক আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন্নেসা মনিকা একথা জানিয়েছেন।

আবদুল মতিনের সহধর্মিণী গুলবদন্নেসা মনিকা বলেন, তার শ্বাসকষ্ট রেড়েছে, ফুসফুসে পানি জমেছে বলে চিকিৎসকরা শনাক্ত করেছেন। সব ধরনের চেষ্টা করেও তার শ্বাসকষ্ট কমানো যাচ্ছে না। বুকে কফ জমে গেছে। চিকিৎসকরা চেষ্টা করছেন, দেখা যাক কী হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ভাষাসৈনিক আবদুল মতিন।

বিএসএমএমইউ-এর নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, গতকাল বুধবার থেকে উনার শ্বাসকষ্ট বেড়েছে। রক্তচাপ ও ডায়াবেটিস স্বাভাবিক থাকলেও বার্ধক্যজনিত কারণে কোনো কিছুরই উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না। আমরা বোর্ড গঠন করে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছি, দেখা যাক। তবে শারীরিক অবস্থা স্টেবল রয়েছে।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)