সোহেল সানী, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তেলার সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টায় পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দিনাজপুর মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তরের সহযোগিতায় উপজেলা কৃষি অফিস হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন- পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইসমাঈল।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, পার্বতীপুর উপজেলা সহকারি কমশিনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত চার্জ অফিসার (ওসি) সুজয় কুমার রায়, উপজেলা ভাইসচেয়ারম্যান আমিরুল মোমিনীন ও রুকশানা বারি রুকু। কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধিজন, ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকগন অংশগ্রহন করেন। কর্মশালা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(এসএস/এএস/জুন ২৬, ২০২২)