মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  সরকারি কর্মকর্তাদের ব্র্যাক কর্মসূচির আয়োজনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার সহকারী কমিশনারগণ, উপপরিচালক, কৃষিসম্প্রসারন অধিদপ্তর, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক যবু উন্নয়ন, উপপরিচালক-মহিলা বিষয়ক অধিদপ্তর, এডিপিও, সিভিল সার্জন ও পুলিশ সুপারের প্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাগুরা জেলায় ব্র্যাকের ৬ টি কর্মসূচি চলমান কর্মসূচি স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি, রিডিং গ্লাসেস ফর ইমপ্রুভ লাইভলিহুড, যক্ষা কর্মসূচি, সোশ্যাল ইনোভেশন কর্মসূচি, কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং কর্মসূচি, মাইক্রোফাইনান্স কর্মসূচি এবং দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয় । সভাপতি তার বক্তব্যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টর সাথে সমন্বয় করে সকল কর্মসূচি বাস্তবায়নের পরামর্শ দেন। তিনি ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন ও আরও স্বচ্ছতার সাথে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

(ডিসি/এএস/জুন ২৬, ২০২২)