স্টাফ রিপোর্টার, ঢাকা : ক্ষমতাসীনদের গুলি শেষ না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, ইস্যু ভিত্তিক আন্দোলনের মধ্যদিয়ে বিএনপি সরকার বিরোধী আন্দোলন শুরু করেছে। এই আন্দোলন একদিন ভয়াবহ রুপ ধারণ করবে। ক্ষমতাসীনদের গুলি শেষ না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ক্ষমতাসীনদের কাছে ১৬ কোটি গুলি নেই। তাদের কাছে যে গুলি আছে তা শেষ করতে হবে। আর তখন তারা পালানোর পথ খুঁজে পাবে না।

মহনবীকে (স:) নিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, লতিফ সিদ্দিকী আওয়ামী লীগের মুখপাত্র হয়ে বক্তব্য দিয়েছেন। তাই শুধু লতিফ সিদ্দিকী নয়, আওয়ামী লীগকে একযোগে জাতির কাছে ক্ষমতা চাইতে হবে।

তিনি বলেন, সরকার বিরোধী আন্দোলনের ঝড় উঠবে। আর সেই ঝড় ক্ষমতাসীনদের থামানোর মত ক্ষমতা নেই। অহিংস আন্দোলনের মধ্যে দিয়েই সরকারকে উচ্ছেদ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সরকারকে উদ্দেশ্য করে আব্বাস বলেন, অযথা উস্কানিমূলক বক্তব্য দিবেন না। এতে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ছাত্রদলকে শ্রদ্ধাকরি আবার ভয়ও পাই। বর্তমান অবৈধ সরকারও ছাত্রদলকে ভয় পায়। এই কারণে ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তার করছে।

আয়োজক সংগঠনের সভাপতি ইসহাক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী-খান সোহেল, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

(ওএস/অ/অক্টোবর ০২, ২০১৪)