মদন প্রতিনিধি : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও এলাকার গণমানুষের প্রিয় নেতা সাজ্জাদুল হাসান সোমবার মদন পৌরসদরসহ উপজেলার আট ইউনিয়নে বন্যার্তদের মাঝে কমপক্ষে ৯শ ৫০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থরাসহ এলাকার শতশত লোক জমায়েত হয়। তাদের উদ্দেশ্যে সাজ্জাদুল হাসান বলেন, মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে পাশে থাকাই মানবধর্ম। একজন আরেকজনের সমস্যা-সংকটে ছুটে এসে সাহায্য করবে এমনটা সবাই প্রত্যাশা করে। আমাদের সবারই সুযোগ রয়েছে মানব সেবায় নিজেকে নিয়োজিত করে সেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলা। আমি, আপনি এভাবেই এগিয়ে আসতে পারি সবার বিপদে, দাঁড়াতে পারি মানুষের পাশে। স্মরণ করিয়ে দেন “আমার পিতা সাবেক গণপরিষদ সদস্য মরহুম আখলাকুল হোসাইনও আপনাদের বিপদে পাশে ছিলেন।”

খেটে খাওয়া পানিবন্দি মানুষগুলো আশ্রয়কেন্দ্র থেকে অনেকেই নিজ ঘরে ফিরতে শুরু করলেন। ঠিক তখনই অসহায় পরিবারের মাঝে একঝলক হাসি ফুটানোর জন্য নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী নিয়ে আশ্রয়কেন্দ্র ও বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সাজ্জাদুল হাসান। এ সময় জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত রায়, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ, জেলা আওয়ামীলীগ নেতা সাজেদুর রহমান রতন, নূর খান মিঠু, জেলা যুবলীগ আহবায়ক মাসুদ খান জনি, মদন পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক ইউপি চেয়ারম্যান ইফতেখারুল আলম চৌধুরী আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলসহ জেলা, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এছাড়া ঐদিন রোটারীক্লাব অব গাজীপুর সেন্ট্রালের উদ্যোগে মদন উপজেলার শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

(এম/এসপি/জুন ২৭, ২০২২)