স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীসহ ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জামিন জালিয়াতির ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

করপোরেশনের প্রকাশক মো. ইব্রাহীম হোসেন খানের নির্দেশে তাদের বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃত অন্যরা হলেন- ডিএসসিসির সার্ভেয়ার আলী আহম্মেদ, সার্ভেয়ার বাচ্চু মিয়া ও সাবেক সম্পত্তি কর্মকর্তা বর্তমানে সহকারী বাস টার্মিনাল ম্যানেজার মহসিন উদ্দিন মোড়ল।

জানা যায়, ২০০৯ সালের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগের (এস্টেট-২৫২৫) দোকান বরাদ্দের ফাইলে আবেদন পাল্টানো, স্বাক্ষর জাল, নোটশিট পরিবর্তনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিষয়ে ২০১২ সালে থেকে অনুসন্ধান শুরু করে দুদক। আর তা শেষ হয় ২০১৪ সালে।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৪)