একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে আজিম মোল্লা বাদল (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের হত্যার রহস্য উদঘাটন করে হত্যায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুন) সহকারী পুলিশ সুপার ( পাংশা সার্কেল) সুমন কুমার সাহার দিক নির্দেশনায় বালিয়াকান্দি থানা এলাকার বিভিন্ন স্থান থেকে আজিম মোল্লা বাদল হত্যা মামলার রহস্য উদঘাটন করিয়া প্রকৃত আসামীদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামীরা হলেন সবুর শেখ (২২), স্বাধীন মন্ডল(১৬), তোজাই মোল্লা(১৬)।

উলেখ্য রবিবার (২৬ জুন) সকালে বালিয়াকান্দি উপজেলার নবাবপু ইউিয়নের বড় হিজলি গ্রামের একটি পাটক্ষেত থেকে আজিম মোল্লা বাদল( ১৫) নামোর এক মাদ্রাসা ছাত্রের মরদেহটি উদ্ধার করে।

নিহত বাদল মোল্লা বালিয়াকান্দি উপজেলার বড় হিজলি গ্রামের হুমায়ন মোল্লার ছেলে ও বড় হিজলি মাদ্রাসার সপ্তম শ্রেনীর ছাত্র।, মরদেহের গোপনাঙ্গ কাটা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, হত্যাকান্ডের কারন ও হত্যাকাণ্ডের সাথে জড়িত ৩ আসামীকে গ্রেফতার করে রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়েছে।

(একেএমজি/এসপি/জুন ২৭, ২০২২)