শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার জামিয়া ইসলামিয়া কলাকোপা মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল বাতেন সুনামের সহিত দীর্ঘ সময় ধরে ছাত্রদের মাঝে শিক্ষা দিয়ে আসছেন। কিন্তু গত কিছু দিন থেকে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার করে আসছেন। আবদুল বাতেন জানায় তিনি ইতি পূর্বে অত্র মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি এ মাদ্রাসায় বর্তমানে সম্মানের সহিত শিক্ষকতা করে আসছেন। 

ছাত্র জীবন এবং শিক্ষকতার জীবন কখনো কোন দিন কোন রাজনৈতিক দলের সাথে তাহার কোন সর্ম্পক ছিলো না। তিনি সবসময় নিজেকে রাজনীতি থেকে দূরে রেখে জীবন যাপন করে আসছেন। চৌমুহনী মাদ্রাসা সহ আরোও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। জেলা পরিষদ জামে মসজিদ লক্ষ্মীপুরে দীর্ঘ সময় ইমামতি করেন। শিক্ষকতা জীবনে তিনি কখনো কাউকে অসম্মান করেননি বলে জানায়। অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে আমি এ অবস্থায় এসেছি। যাহারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে আমি এর তীব্র নিন্দা জানাই।

(এস/এসপি/জুন ২৮, ২০২২)