মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো যাত্রীরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে বাড়তে থাকতে ছোট-বড় গাড়ির চাপ। পাটুরিয়া ঘাট থেকে তিন কিলোমিটার পর্যন্ত বাস, ট্রাকসহ ছোট-বড় বহু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

নিরাপদে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার পথে ভোগান্তির কথা বিবেচনা করে পারাপারের জন্য ঘাট এলাকায় ৯টি রো রো, ৩টি কেটাইপ ও ৬টি ইউটিলিটি ফেরি চলাচল করছে বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া অফিস জানায়।রাত ৩টার দিকে একটি ফেরিতে সমস্যা দেখা দিলে তা বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়ায় ৫টি ঘাটের মধ্যে ৪টি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ৫নং ঘাট দিয়ে ছোট যানবাহন চলাচল ও ১, ২ ও ৩নং ঘাট দিয়ে সব ধরনের বড় গাড়ি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া অফিসের সহকারী ম্যানেজার মোহাম্মদ রাসেল জানান, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে কিছু যানবাহনের জট দেখা গেছে। তবে গাড়ি পারাপারের জন্য প্রচুর ফেরি রয়েছে। কিছুক্ষণের মধ্যে সব গাড়ি পারাপার করা সম্ভব হবে।

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)