নিউজ ডেস্ক : সম্প্রতি চাঁদাবাজ, ছিনতাইকারী, মলম পার্টি, অজ্ঞান পার্টির পাশাপাশি বেপরোয়া হয়ে উঠছে এটিএম ও ক্রেডিট কার্ড ছিনতাইকারীরাও। প্রায় প্রতিদিনই বিভিন্ন ব্যক্তির এটিএম অথবা ক্রেডিট কার্ড ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে করে আতঙ্কে পড়েছেন ব্যাংকের কার্ড ব্যবহারকারী গ্রাহকেরা।

তারা বলছেন, বিভিন্ন ব্যাংকের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন নামের কার্ড রয়েছে। গ্রাহকেরা এসব কার্ড দিয়ে প্রকারভেদে ৫০০ টাকা থেকে শুরু করে এক দিনে পাঁচ লাখ পর্যন্ত টাকা উত্তোলন করতে পারেন। এর মধ্যে প্লাটিনাম, গোল্ড, সিলভারসহ বেশ কিছু কার্ড রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর একটি কার্ড দুর্বৃত্তদের হাতে পড়লে একজন গ্রাহকের অনেক সমস্যা হতে পারে। তা ছাড়া জীবনের ঝুঁকি তো রয়েছেই।

গ্রাহকেরা বলছেন, এই চক্রের সদস্যদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থা নেয়া প্রয়োজন। না হলে চক্রটি আরো বেপরোয়া হয়ে উঠতে পারে।

এ ব্যাপারে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বলেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মলম পার্টি, টানা পার্টি, এটিএম কার্ড ছিনতাইকারী সবার বিরুদ্ধে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে এসব ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে হবে। অপরাধীদের ব্যাপারে কোনো তথ্য জানা থাকলে তা পুলিশকে জানাতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )