গৌরীপুর প্রতিনিধি : সাভারে শিক্ষক হত্যা, নড়াইলসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদেগৌরীপুর উপজেলার শ্যামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২ জুলাই) শ্যামগঞ্জ হাফেজ জিযাউর রহমান ডিগ্রী কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে শ্যামগঞ্জ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক হারুন অর রশিদের সভাপতিত্বে ও নওপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশারফ হোসেনের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক জীবন কুমার পন্ডিত, কবুলেনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, পূর্বধলা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ নূরুজ্জামান, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সিধলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহম্মদ হোসেন, বড়রিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান, পাবই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুছলেম উদ্দিন, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাকসুদুল আলম, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক তপন কুমার কর্মকার, সিনিয়র সহকারি শিক্ষক মিজানুর রহমান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আব্দুল গফুর, শ্যামগঞ্জ উচ্চ বিধ্যালয়ের সহকারি শিক্ষক তাপস ঘোষ, বালিজুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হাসিনা ইয়াসমিন, শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অফিস সহকারি শেখ আব্দুর রশিদ প্রমুখ।

(এস/এসপি/জুলাই ০২, ২০২২)