যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা ম‍ূল্যের ভারতীয় মাদকদ্রব্য, খাদ্য ও বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে এ সব আটক হয়। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারীকে আটক করা হয়নি।

বিজিবি জানায়, রাতে অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের আইসিপি চেকপোস্ট, গাতিপাড়া, রেলস্টেশন, ঘিবা ও আমড়াখালী চেকপোস্ট এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে, ৭১ পিস ভারতীয় শাড়ি, ছয় পিস থ্রি-পিস, ৪৪০ পিস তৈরি পোশাক, ৯০ কেজি জিরা, ১০১২ পিস প্রসাধনী সামগ্রী, ১৪৭ পিস ইমিটেশন সামগ্রী, ২৫০ প্যাকেট চকলেট, সাত বোতল মদ, দুই কেজি গাঁজা, ২৪ বোতল বিয়ার ও ১৬৬ বোতল ফেনসিডিল।

আটক মালামালের আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

তিনি আরো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )