মোঃ ইমরান নাজির

মানুষ
পৃথিবীর অভ্যন্তরে আছে
মানবিকতা কই?

হুশ-
থাকিয়াও বেহুশ তবে
মানুষ পাই কই?

দান অনুদানে -
সারিবদ্ধ হয় কাগজ হাতে নিয়ে
নাম্বার মিস করিলে দান পাইবা না তবে।

গরীব-
আমি পথের পথিক,পথেই ঘুমাই
একবার জল পানি চাই
খেয়ে মম জীবন বাঁচাই।

অতিরিক্ত-
চাহিদা আমার নাই
আমাকে খাদ্য বস্ত্ৰ দাও
আমি মৌলিক অধিকার চাই।

উচ্চশিক্ষা-
না করিলেই উত্তম হয়
কেন বলো অযথায় বেকারত্ব বাড়াই?

চলো-
একপথে অগ্রগামী হই
একসাথে মানবপ্রেমে বেঁচে রই।