স্টাফ রিপোর্টার : মহাসড়কে যানজট নেই, গতি কমেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

এছাড়া ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া যারা আদায় করছেন ঈদের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে দুটি সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন ঘণ্টা যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিলো। এছাড়া দেশের অন্য মহাসড়কে বাস চলাচল বেড়ে যাওয়ার কারণে গতি কমেছে কিন্তু যানজট হয়নি।

গতি কমার কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, এক সঙ্গে গার্মেন্টস কারখানাগুলো ছুটি দেওয়ার কারণে রাস্তায় বাস চলাচল বেড়ে গিয়েছিলো। যার ফলে মহাসড়কে বাস চলাচলের একটু গতি কমেছে।

মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়ক দেশের ব্যস্ততম মহাসড়ক হলেও এ দুটি মহাসড়কে চলাচলরত যাত্রীদের কাছ থেকে যানজটের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।

(ওএস/এএস/অক্টোবর ০৩, ২০১৪ )