একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : সরকারি সকল অফিসের প্রতিটি দেওয়ালে বিশেষ স্টিকার লাগানো থাকে ধুমপান মুক্ত এলাকার। তবে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার চিত্র সম্পূর্ণ ভিন্ন। এখানে অফিস চলাকালীন সময়ে প্রকাশ্যে চলেছে ধুমপান। শুরু তাই নয় ধুমপান করার সময় তারা কাউকে দেন না কোন তথ্য। 

এমন ঘটনা ঘটেছে বালিয়াকান্দি উপজেলা প্রকৌশল অধিদপ্তরের হিসাব রক্ষক এর কক্ষে।গত রবিবার বালিয়াকান্দি উপজেলার কয়েকজন সংবাদ কর্মী তথ্যের জন্য হিসাব রক্ষক মোঃ আমানুর রহমান এর কক্ষে গেলে তাকে নিজের চেয়ারে বসে ধুমপান করতে দেখা যায়। অফিসে বসে ধুমপান করছেন যে,এমন প্রশ্ন করতেই তিনি সংবাদ কর্মীদের সাথে দূর ব্যবহার করতে শুরু করে। তাদের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও করে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোক বলেন, হিসাব রক্ষক মোঃ আমানুর রহমান সব সময় তার অফিসে চেয়ারে বসে ধুমপান করে। তাও আবার রাজকীয় স্টাইলে।

বালিয়াকান্দি উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত ফেরদৌস এর সাথে অফিসে বসে ধুমপান করার বিষয়ে কথা হলে তিনি বলেন, এভাবে অফিসে বসে ধুমপান করা সমোচিত নয়। আমি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কমকর্তা আম্বিয়া সুলতানার সাথে ধুমপানের বিষয়ে কথা হলে তিনি বলেন, কেউ উপজেলা ভবনের মধ্যে ধুমপান করতে পারবেন না। সেখানে কোন কমকর্তা কর্মচারী তার অফিস কক্ষে বসে ধুমপান করবে এটা দুক্ষজনক। আমি অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, প্রশাসনিক ভাবে প্রকাশ্যে ধুমপান করা শাস্তিযোগ্য অপরাধ। সংবাদ কর্মী হিসেবে তথ্য চাওয়ার অধিকার সাংবাদিকের আছে।

(একেএমজি/এসপি/জুলাই ০৪, ২০২২)